কেন আমাদের "লাইভ কেস স্টাডি / বুটক্যাম্প" এ অংশ নিবেন?
আমার সাথে ৩টি ওয়ান টু ওয়ান সেশন।
প্রডাক্ট ভ্যালিডেশন সাপোর্ট এবং ফিডব্যাক।
৬ মাস অথবা প্রথম ২টি প্রোডাক্ট শুরু থেকে বিক্রি পর্যন্ত সাপোর্ট।
বুটক্যাম্প মেম্বারদের জন্যে প্রাইভেট হোয়াটস্যাপ গ্রুপ।
















আমার সাথে ৩টি ওয়ান টু ওয়ান সেশন।
প্রডাক্ট ভ্যালিডেশন সাপোর্ট এবং ফিডব্যাক।
৬ মাস অথবা প্রথম ২টি প্রোডাক্ট শুরু থেকে বিক্রি পর্যন্ত সাপোর্ট।
বুটক্যাম্প মেম্বারদের জন্যে প্রাইভেট হোয়াটস্যাপ গ্রুপ।
কিভাবে একটি লাভজনক পণ্য খুঁজে বের করতে হয় ?
০১
কি ধরণের কীওয়ার্ড ব্যবহার করতে হয়?
০২
কিভাবে মার্কেটের প্রতিদ্বন্দী পণ্য এনালাইসিস করতে হয়?
০৩
কিভাবে প্রোডাক্টের উপসি/বারকোড কিনতে হয়?
০৪
কিভাবে এস,ই,ও অপটিমাইজড প্রোডাক্ট লিস্টিং করতে হয়?
০৫
কিভাবে প্রোডাক্টের ভিডিও বানাতে হয় ?
০৬
কিভাবে অ্যামাজন একাউন্ট খুলতে হয় ?
০৭
পার্সোনাল একাউন্ট অথবা বিজনেস একাউন্ট কোনটা করা উচিত?
০৮
কিভাবে প্রোডাক্ট ফীচার কাস্টোমাইজ এবং সোর্স করতে হয়?
০৯
অ্যামাজন পি,পি,সি এডস কিভাবে রান করতে হয় ?
১০
আমাজন মার্কেটপ্লেসের বাইরে কিভাবে মার্কেটিং করতে হয় ?
১১
কিভাবে প্রোডাক্ট লিস্টিং এর জন্যে কনটেন্ট, ইমেজ/ভিজ্যুয়াল আইডিয়া নিতে হয় ?
১২
আগামী ১ই জুলাই ২০২৪ থেকে আমাদের আমাজন FBA প্রাইভেট লেবেল ব্যাবসার (A-Z)” লাইভ কেস স্টাডি / বুটক্যাম্প” শুরু হতে যাচ্ছে।
বুটক্যাম্প শেষ হবার পর ভিডিও গুলি আমাদের youtube চ্যানেলে আপলোড করা হবে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন।
বুটক্যাম্প চলাকালীন সময়ে আমাদের দক্ষ সাপোর্ট মেম্বার আপনার যেকোনো প্রব্লেম সল্ভ করতে আপনাকে সাহায্য করবে। এছাড়া বুটক্যাম্প শেষে আপনাকে ৬ মাস সাপোর্ট দেয়া হবে।
বিকাশ, নগদ, সিটি ব্যাঙ্ক, পেওনিয়ার, wise এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার আগে অবশ্যই আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে নিবেন।
বুটক্যাম্পে আমাজন সেলার সেন্ট্রাল, প্রোডাক্ট রিসার্চ এবং সিলেকশন, আমাজন এফবিএ, ব্র্যান্ডিং এবং মার্কেটিং, পেমেন্ট এবং ফিন্যান্স ম্যানেজমেন্ট, গ্রাহক সেবা, আমাজন পলিসি এবং কমপ্লায়েন্স, বিজনেস স্ট্রাটেজি এবং স্কেলিং বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হবে।
আমাদের “লাইভ কেস স্টাডি / বুটক্যাম্প” এ অংশগ্রহণ করে আপনি যদি ১ বছরের মধ্যে ২টি প্রোডাক্ট বিক্রি শুরু করে প্রফিট করতে না পারেন, তাহলে আমরা আপনাদের বুটক্যাম্পের ফী সম্পূর্ণ ফেরত দিয়ে দিবো।
আমাজন FBA প্রাইভেট লেবেল ব্যবসা নিয়ে আমি মোঃ মইনুল ইসলাম বিগত ১০ বছর যাবত কাজ করে যাচ্ছি। এই দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা এবং নিজের ৩টি ব্র্যান্ড নিয়ে আমাজনে প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছি। আমার এই পথ চলায় সফলতা এবং ব্যার্থতা উভয়ই ছিল। হাজার হাজার ডলার ইনকাম করার মতো লস করার গল্পও ছিল। আমাদের একটি ব্র্যান্ড বিগত ২ বছরে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ্য টাকার প্রোডাক্ট বিক্রি করেছে। প্রথমদিকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলেও পরবর্তীতে নিজে ইসেভিওর ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রতিষ্ঠা করে সেখান থেকে অনেক ব্রান্ডকে মার্কেটিং এবং কন্সালটেন্সি দিয়ে যাচ্ছি।



